রবিবার ০৮ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

বিনোদন | Tollywood: পুজোমুক্তি হিসেবে খাতা খুলেই ছক্কা ‘রক্তবীজ’-এর, ভিক্টর-অনসূয়া-আবীর-মিমি অনবদ্য

নিজস্ব সংবাদদাতা | ২০ অক্টোবর ২০২৩ ১৮ : ৪০


উপালি মুখোপাধ্যায়: এবছরের ট্রেন্ড, পুজো বনাম বিনোদন। একদিকে, শ্রীভূমি, নলিনী সরকার স্ট্রিট, বোসপুকুর শীতলা মন্দির, ত্রিধারা সম্মিলনীর ঠাকুরের আকর্ষণ। অন্যদিকে, চার চারটে ছবি দাপিয়ে বেড়াচ্ছে বাংলা বাজারে। চারটেই বড় বাজেটের। প্রথম সারির প্রযোজনা সংস্থার। এবং তারায় তারায় খচিত। ঠিক পুজো প্যান্ডেলগুলোর মতোই হাড্ডাহাড্ডি লড়াই। কে প্রথম স্থানে? তাই নিয়ে জল্পনা। সেই অলিখিত যুদ্ধে সামিল হতে শহরবাসীর বড় অংশ সকালের শো থেকে প্রেক্ষাগৃহে। বিনোদনপ্রিয় বাঙালির সৌজন্যে প্রত্যেক শো-এ হাউসফুল বোর্ড ঝুলেছে। ঠাকুর দেখার মতো ছবি দেখার জন্যও লম্বা লাইন। এবারের পুজোমুক্তির অন্যতম ছবি উইন্ডোজ প্রযোজনা সংস্থার ‘রক্তবীজ’। ২০২৩ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবনে মনে রাখার মতো বছর। এবছর তাঁদের প্রথম পুজোমুক্তি। প্রথম অ্যাকশন প্যাকড থ্রিলার। সেই ছবিতে ভিক্টর বন্দোপাধ্যায়ের প্রত্যাবর্তন। এবং প্রথম দিন থেকে ‘ফার্স্ট বয়’-এর তকমা ছবির গায়ে। এবার প্রশ্ন, সৃজিত মুখোপাধ্যায়ের মতো থ্রিলার স্পেশালিস্ট যেখানে হাজির, ‘২২শে শ্রাবণ’, ‘ভিঞ্চিদা’র ‘কম্বো প্যাক’ ‘দশম অবতার’-এর মতো ছবি ময়দানে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান, যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্যর মতো তারকা যে ছবিতে রয়েছেন সেখানে নন্দিতা-শিবু বাজি মারলেন কীভাবে? ছবি বলছে, পরিচালকজুটির আস্তিনে একের পর এক তুরুপের তাস। এক, ছবির গল্প। সেখানে একযোগে পুজোর আবহ এবং খাগড়াগড় বিস্ফোরণের মতো স্পর্শকাতর বিষয়। দুই, ভারতের তদানীন্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই ভূমিকায় ভিক্টর। তিন, আবীর চট্টোপাধ্যায়-মিমি চক্রবর্তীর যুগলবন্দী। তাঁদের ঘিরে অনসূয়া মজুমদার, পার্থসারথি দেব, কাঞ্চন মল্লিক, অম্বরীশ ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য, দেবলীনা কুমার, দেবাশিস মণ্ডলের মতো অভিনেতা। চার, ছবির একমুঠো গান। পাঁচ, দুই নারী জিনিয়া সেন এবং শর্বরী ঘোষালের তরবারির মতো ধারালো কলম। যার জোরে টানটান চিত্রনাট্য, ঝকঝকে সংলাপ। এবং এঁদের মুন্সিয়ানাতেই ছবির শেষ দৃশ্যেও রহস্য-রোমাঞ্চ উপচে পড়েছে। ছয়, মারকাটারি অভিনয়। এবং ‘লাস্ট বাট নট দ্য লিস্ট’.... দুই পরিচালকের মুন্সিয়ানা। থানায় অনেক সময় পুরনো মামলা নতুন করে খোলা হয়। সেটাই হয়েছে পর্দায়। ২০১৪-র বোমা বিস্ফোরণ। ২০২৩-এ তার নেপথ্য কারণ উন্মোচন। কুর্নিশ পরিচালকদের। সবাই সারা বছর অপেক্ষার পর চারটে দিন পুজোর আনন্দে মাতেন। এই দিনগুলোর দিকেই সন্ত্রাসবাদীদের নজর। যেমন হয়েছিল ৯ বছর আগে। মীরপুরে, রাষ্ট্রপতির বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরে সন্ত্রাসবাদীদের ঘাঁটি। দেশের প্রথম নাগরিকের প্রাণনাশের ছক। তাকে ঘিরে কেন্দ্র-রাজ্যর হাত-মেলানো। এই খবর সেই সময়ের খবরের কাগজের পাতায় প্রতিদিন ফলাও করে বেরিয়েছে। পর্দা তা হলে নতুন কী দিল? দুর্গতিনাশিনী কি অসুরনিধন করেছিলেন? প্রশাসন জিততে পেরেছিল? রাষ্ট্রপতির প্রাণ বাঁচল কী করে? মূল কালপ্রিট কে? প্রশ্নের উত্তর দিয়ে দিলে ছবি দেখাই মাটি। তাই উত্তর তোলা থাক পর্দার জন্য। এবার অভিনয়। প্রথম জুটিতেই আবীর-মিমি কাঁপিয়ে দিয়েছেন। আবীর অ্যাকশনে পটু গোয়েন্দা চরিত্রে অভিনয়ের সুবাদে। কিন্তু মিমি! তাঁর মারকাটারি মেজাজ, বাঁশের বেড়া টপকানো, পিস্তল ধরা, বাইক চালানো— সব মিলিয়ে পর্দাজুড়ে তাঁর ‘দাদাগিরি’! তারই ফাঁকে, না বলা প্রেমের আভাস ‘পঙ্কজ সিংহ’-‘সংযুক্তা মিত্র’র। ভিক্টর, অনসূয়া প্রমাণ করে দিয়েছেন, তাঁরা ‘খাঁটি সোনা’। এর আগে ‘রঙ্গবতী’ নেচে তুলকালাম করেছিলেন দেবলীনা। এবার অভিনয় গুণে। সত্যমের সঙ্গে পর্দায় তাঁর প্রেম কী মিষ্টি! অম্বরীশ, কাঞ্চনের অভিনয় নিয়ে নতুন করে বলার কী আছে? বাকি দেবাশিস মণ্ডল। অনেকদিন পরে বাংলা ভয় ধরানো অভিনেতা পেল। কেন দেবাশিসকে দেখে ভয় পাবেন? এটাও না হয় পর্দার জন্য তোলা থাক। অ্যাকশন থ্রিলারে সাধারণত গান থাকে না। বা কম থাকে। ব্যতিক্রম সৃজিত মুখোপাধ্যায় এবং তাঁর ছবি। সেখানে গান আর অ্যাকশন ভাইভাই! নন্দিতা-শিবু এই জায়গাতেও সফল। ‘কেন গোবিন্দ দাঁত মাজে না’ এবারের ‘ভাসান নাচ’। গানটাও যেন অঙ্কুশ হাজরার জন্যই তৈরি। বাজিমাত করেছেন নন্দী সিস্টার্স। দোহার-সহ প্রত্যেকটি গান মনে রাখার মতো। সম্পাদনা, মারামারি, পুজো আর মাটির গন্ধ মাখা গ্রামবাংলার দৃশ্য ভীষণ জীবন্ত। বরাবরের মতো এই ছবি দিয়েও উইন্ডোজ প্রযোজনা সংস্থা একাধিক বার্তা দিয়েছে। এক, প্রশাসন চাইলে সব সন্ত্রাস মুছতে পারে। কোনও প্রাণহানি না ঘটিয়ে। দুই, শহরের মতো গ্রাম বাংলাও এবার বিধবা বিবাহে এগিয়ে আসুক। ছবি: সৌজন্যে উইন্জোজ প্রযোজনা সংস্থা




বিশেষ খবর

নানান খবর

সংগ্রহ করুন... #aajkaalonline #pujovibes #durgapuja #DurgaPuja2024

নানান খবর

যৌন হেনস্থার অভিযোগে ডিরেক্টরস গিল্ড থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অরিন্দম শীল! ক্ষমা চেয়ে কী জানালেন পরিচালক?...

সম্পর্কে তৃতীয় ব্যক্তির আগমন! ভাঙতে‌ চলেছে টলিপাড়ার এই নায়ক-নায়িকার প্রেম?...

দীপিকাকে নিয়ে হাসপাতালে রণবীর, গণেশ চতুর্থীর দিনেই কি সুখবর?...

রাধা-কৃষ্ণের সাজে ‘যৌন উসকানি’র অভিযোগ! বিতর্কের মুখে কোন পদক্ষেপ তামান্নার?...

শীঘ্রই আসছে...

চোখে মুখে রহস্যের ছাপ, 'টেক্কা'য় এক নিমেষে খেলা ঘোরাতে তৈরি 'ইরা', প্রকাশ্যে স্বস্তিকা মুখোপাধ্যায়...

'পুলিশ' আবির না কি 'ব্যাঙ্ক ডাকাত' শিবপ্রসাদ, কে আসল 'বহুরূপী'? টিজারে চমকে উঠল নেটপাড়া...

‘আমার শরীরের উপরে...’ যৌন হেনস্থা শিল্পার! কোন পরিচালকের বিরুদ্ধে উঠল অভিযোগ?...

নারী সুরক্ষার প্রশ্নে পরিচালকদের চরিত্রহনন, ফেডারেশনকে তোপ দেগে কী বললেন কৌশিক? ...

‘অপরিচিত’-এ অভিনয় করে কী মানসিক সমস্যা দেখা দিয়েছিল বিক্রমের? নেপথ্যে ছিল কার হাত? ...

অরিজিৎ সিংয়ের ‘কন্ঠে’ ফের কোন রিমেক? শুনে “বমি পাচ্ছে” লিখলেন মৌসুমী ভৌমিক! ...

'জিনিয়াস' হলেও কোন দেশে মূল্যহীন অনুরাগ কাশ্যপ? বিস্ফোরক নওয়াজউদ্দিন সিদ্দিকী...

ব্রেকিং: ছোটপর্দার নতুন জুটি নীলাঙ্কুর-অভিকা? ...

রানির বাবা-মাকে তালাবন্ধ করে রেখেছিলেন যশ চোপড়া! দিয়েছিলেন হুমকিও, কিন্তু কেন? ...

শাহরুখের অভিনয় শিক্ষক ছিলেন এই কারখানার শ্রমিক, করতেন কাগজ বিক্রিও! চেনেন তাঁকে? ...

প্রকাশ্যে আলিয়ার 'জিগরা' লুক, করণের ছবিতে কোন অবতারে ধরা দিচ্ছেন পর্দার 'রানি'?...



রবিবার অনলাইন

সোশ্যাল মিডিয়া



10 23